Posts

Showing posts from January, 2020

নারী-নির্যাতন সংক্রান্ত কিছু আইন

নারী-নির্যাতন সংক্রান্ত কিছু আইন (সংগৃহীত) পতিতাবৃত্তি নিরোধ আইন, ১৯৫৬ (১৯৭৮ ও ১৯৮৬ সালে সংশোধিত) পণ নিবারণী আইন, ১৯৬১ (১৯৮৪ ও ১৯৮৬ সালে সংশোধিত) ফৌজদারি কার্যবিধি আইন, ১৯৭৩ ভারতীয় দণ্ডবিধি ৪৯৮-এ ধারা ধর্ষণ ও শ্লীলতাহানি সম্পর্কিত আইন অশালীন রূপে নারীদেহ প্রদর্শন নিরোধ আইন, ১৯৮৬ সতী-প্রথা নিরোধ আইন, ১৯৮৭ পরিবার পরিকল্পনা (ভ্রুণমোচন) সংক্রান্ত আইন কর্মক্ষেত্রে যৌন-হেনস্থা নিরোধের নির্দেশাবলী, ১৯৯৭ পতিতাবৃত্তি নিরোধ আইন, ১৯৫৬ (১৯৭৮ ও ১৯৮৬ সালে সংশোধিত) এই আইন অনুসারে দেহব্যবসা বা অন্য কোনও যৌন অপরাধের উদ্দেশ্যে কোনও নারী বা অপ্রাপ্তবয়স্কা কন্যাসন্তানের ক্রয় বা বিক্রয় একটি অপরাধ। পতিতালয় পরিচালনা করা বা পতিতালয় থেকে অর্থ উপার্জন করা এই আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ। অর্থাত্ এই আইনের বলে নারী পাচারকারীরা, সঙ্গে যুক্ত দালালরা, পতিতালয়ের মালিক ও পরিচালক - সবাই অপরাধীদের তালিকায় পড়বে। পণ নিবারণী আইন, ১৯৬১ (১৯৮৪ ও ১৯৮৬ সালে সংশোধিত) এই আইন অনুসারে যে-কোনও ধরণের পণ চাওয়াই হল দণ্ডনীয় অপরাধ। শুধু তাই নয় পণ দেওয়াটাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে।পণ বা যৌতুক বলতে বোঝাচ্ছে: বিবাহের কারণে বিবাহের আগে, বিব