Posts

Showing posts from November, 2018

Admin and Human Resource Department এর দায়িত্ব কি? প্রতিষ্ঠানে নতুন নিয়োগকৃত কর্মীর কিভাবে Verification প্রক্রিয়া সম্পন্ন করবেন?

Admin and Human Resource Department এর দায়িত্ব কি? প্রতিষ্ঠানে নতুন নিয়োগকৃত কর্মীর কিভাবে Verification প্রক্রিয়া সম্পন্ন করবেন? Md.Izabul Alam-M.A, C.in.Ed. Consultant-Security, Training & Investigation, (Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex (Pvt.) Ltd.). Md.Izabul Alam, Consultant-(Security, Training & Investigation), Dhaka, Bangladesh. 01716508708, izabulalam@gmail.com Admin Department and Human Resource Department বা Management আলাদা হলেও অনেক প্রতিষ্ঠানে একই ব্যক্তি দুই Department এর Head   হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তবে দুই Department এর কাজ আলাদা আলাদা। আসুন আমরা প্রথমে Admin Department দায়িত্বসমূহ কি কি তা জেনে নেই। Admin Dep

তদন্ত প্রতিবেদন লেখার নিয়ম- মো: ইজাবুল আলম-সাবেক গোয়েন্দা।

তদন্ত প্রতিবেদন লেখার নিয়ম প্রতিবেদন: প্রতিবেদন বলতে কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্যানুসন্ধান ভিত্তিক বিবরণী বোঝায়। কোন ঘটনা,তথ্য বা বক্তব্য সম্পকে সুচিন্তিত বক্তব্য প্রদানই প্রতিবেদন । প্রতিবেদন কথাটি ইংরেজি রিপোর্ট কথাটির বাংলা পারিভাষিক শব্দ । তবে প্রতিবেদন কথাটির পাশাপাশি ইংরেজি রিপোর্ট শব্দটি ও বাংলা ভাষায় প্রচলিত আছে । প্রতিবেদন রচনাকারীকে বলা হয় প্রতিবেদক । সাধারনত প্রতিবেদকের দায়িত্ব হল কোন বিষয়ের তথ্য উপাত্ত ,সিদ্ধান্ত ,ফলাফল ইত্যাদি খুঁটিনাটি অনুসন্ধানের পর বিবরণী তৈরি করে কোন ব্যক্তি ,প্রতিষ্ঠান বা কোন কর্তৃপক্ষের বিবেচনার জন্য পেশ করা। প্রতিবেদন বিশেষ বিষয় বা কাজের বিশ্লেষনী র্বণনা প্রকাশ পায়। প্রতিবেদনে কাজের নির্দেশ,পরামর্শ ,সিদ্ধান্ত ইত্যাদি সম্পর্কে ও মন্তব্য করা হয়। প্রতিবেদন বিশেষ কৌশল বা পদ্ধতি অবলম্বনে রচিত বিবৃত বা বিবরণী বোঝায় । তথ্যগত ও সত্যনিষ্ঠ বিবরনীই প্রতিবেদন। প্রতিবেদন হলো কয়টি সুসংগঠিত তথ্যগত বিবৃতি যা কোন বক্তব্য সম্বন্ধে সংক্ষিপ্ত অথচ সঠিক বর্ণনা বিশেষ। একে যথেষ্ট সতর্কতা ,পর্যবেক্ষণ, পর্যালোচনা ,গবেষনা ও বিচার বিশ্লেষণের পর তৈরি

গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার পরিচয়

Image
গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার পরিচয় গোয়েন্দা  ( ইংরেজি :   Detective ) হচ্ছেন একজন পেশাদার অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তা। তিনি কোন  পুলিশ  বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য অথবা নির্দিষ্ট কোন ব্যক্তি কর্তৃক মনোনীত গুপ্তচর হতে পারেন। সাম্প্রতিককালে গোয়েন্দাকে 'ব্যক্তিগত গোয়েন্দা' বা 'ব্যক্তির অন্তঃদৃষ্টি' নামে অভিহিত করা হয়ে থাকে। গোয়েন্দার প্রধান কাজই হচ্ছে কোন গুরুতরভাবে লুক্কায়িত অপরাধ বা অমিমাংসিত ঐতিহাসিক  অপরাধের  ঘটনাপ্রবাহ  তদন্তের  স্বার্থে তৃণমূল পর্যায় থেকে সংগ্রহ করে সংবাদের পিছনের সংবাদ জনসমক্ষে তুলে ধরা। এছাড়াও, গোয়েন্দা হিসেবে একজন ব্যক্তি 'ডিটেকটিভ' হিসেবেও সকলের কাছে পরিচিতি পেয়ে থাকেন। বৈশিষ্ট্যাবলী সাধারণ অর্থে যিনি গুপ্তচর বৃত্তির মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করেন, তিনি 'গোয়েন্দা' নামে পরিচিত। সাধারণতঃ একজন সফল ও স্বার্থক গোয়েন্দাকে নিম্নবর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়ঃ ·          অপরাধ বা রহস্যজনক কর্মকাণ্ড মনোঃবিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করবেন। ·          রহস্যমূলক কর্মকাণ্ডে সর্বক্ষণ সম্পৃক্ত থে