Saturday, November 24, 2018

গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার পরিচয়


গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার পরিচয়

গোয়েন্দা (ইংরেজি: Detective) হচ্ছেন একজন পেশাদার অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তা। তিনি কোন পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য অথবা নির্দিষ্ট কোন ব্যক্তি কর্তৃক মনোনীত গুপ্তচর হতে পারেন। সাম্প্রতিককালে গোয়েন্দাকে 'ব্যক্তিগত গোয়েন্দা' বা 'ব্যক্তির অন্তঃদৃষ্টি' নামে অভিহিত করা হয়ে থাকে। গোয়েন্দার প্রধান কাজই হচ্ছে কোন গুরুতরভাবে লুক্কায়িত অপরাধ বা অমিমাংসিত ঐতিহাসিক অপরাধের ঘটনাপ্রবাহ তদন্তের স্বার্থে তৃণমূল পর্যায় থেকে সংগ্রহ করে সংবাদের পিছনের সংবাদ জনসমক্ষে তুলে ধরা। এছাড়াও, গোয়েন্দা হিসেবে একজন ব্যক্তি 'ডিটেকটিভ' হিসেবেও সকলের কাছে পরিচিতি পেয়ে থাকেন।

বৈশিষ্ট্যাবলী

সাধারণ অর্থে যিনি গুপ্তচর বৃত্তির মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করেন, তিনি 'গোয়েন্দা' নামে পরিচিত। সাধারণতঃ একজন সফল ও স্বার্থক গোয়েন্দাকে নিম্নবর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়ঃ
·         অপরাধ বা রহস্যজনক কর্মকাণ্ড মনোঃবিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করবেন।
·         রহস্যমূলক কর্মকাণ্ডে সর্বক্ষণ সম্পৃক্ত থেকে তীক্ষ্ণ ও শাণিত মেধা প্রয়োগ করবেন।
·         উপস্থিত বিচার-বুদ্ধি যুক্তিসঙ্গতভাবে প্রয়োগের মাধ্যমে কাঙ্খিত ব্যক্তি বা বস্তুকে জনসমক্ষে উপস্থাপন করবেন।
·         নির্দোষ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত বা দোষী না হন এবং প্রকৃত দোষীকে আইনে সোপর্দ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
·         অপরাধী বা ঘটনার ছোট্ট ক্লু, সঙ্কেত বা চিহ্নের সাহায্যে অপরাধের গতি-প্রকৃতি ও অবস্থান চিহ্নিত করবেন।

প্রেক্ষাপট

কিছু কিছু পুলিশ অধিদপ্তরে 'গোয়েন্দা' পদে সরাসরি লোক নিয়োগ করা হয় না। গোয়েন্দাকে ঐ পদে নিয়োগের জন্যে নির্দিষ্ট কিছু শর্তাবলী পূরণ করতে হয়। তন্মধ্যে লিখিত পরীক্ষা একটি অন্যতম মানদণ্ড। পুলিশ কর্মকর্তাকে এ যোগ্যতা অর্জনের মাধ্যমেই কেবল গোয়েন্দা পদে নিয়োগ দেয়া হয়।
ব্রিটিশ আইন অনুসারে, পুলিশ গোয়েন্দাকে কমপক্ষে দু'বছর পোষাকধারী বা উর্দি পরিহিত কর্মকর্তা হিসেবে চাকুরী করতে হয়। এরফলে তিনি 'অপরাধী তদন্ত অধিদপ্তরে' যোগদানের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করেন। গোয়েন্দা হিসেবে অন্তর্ভুক্ত হবার জন্য যুক্তরাজ্যের পুলিশবাহিনীতে চাকুরীর পাশাপাশি অপরাধ তদন্ত উন্নয়ন পরিকল্পনার অধীনে 'জাতীয় তদন্ত পরীক্ষায়' অবশ্যই কৃতকার্য হতে হয়।
অনেক পুলিশ অধিদপ্তরে গোয়েন্দা হিসেবে স্নাতক উত্তীর্ণ সাধারণ শিক্ষার্থীদেরকে পোষাকবিহীন অবস্থায় সরাসরি নিয়োগ দেয়া হয়। অনেকের মতে, গোয়েন্দারা সম্পূর্ণ পৃথক ধরণের চাকুরী করেন ও পৃথক ধরণের প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। গোয়েন্দাদের মাঝে সম্পূর্ণ স্বতন্ত্র ধরণের গুণাবলী, সক্ষমতা, যোগ্যতার অধিকারী হতে হয় যা পোষাক বা উর্দিধারী পুলিশ কর্মকর্তাদের চেয়ে পৃথক।
অপরদিকে সমালোচকেরা বলেন যে, কোনরূপ পূর্ব অভিজ্ঞতা বা পুলিশ বিভাগে চাকুরী না করে একজন গোয়েন্দা সম্পূর্ণরূপে সফলকাম হতে পারেন না। বরঞ্চ আদর্শ পুলিশী কার্যক্রমে তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টিসহ নানাবিধ সমস্যা তৈরী হয়। পোষাক পরিহিত পুলিশ সহকর্মীদের সাথে কাজ করতে গিয়ে তারা কাজের পরিবেশকে আরো কঠিন ও দুরূহ করে তোলেন।
গোয়েন্দাকে তার অবস্থান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তন্মধ্যে - তদন্তকার্যে নীতিবোধ, চর্চা এবং প্রক্রিয়া রয়েছে। সাক্ষাৎকার ও প্রশ্নমূলক দৃষ্টিভঙ্গী; অপরাধ আইন ও প্রক্রিয়া, প্রচলিত আইনে গ্রেফতার, অনুসন্ধান ও মালামাল জব্দ, ওয়ারেন্ট ও প্রমাণ; পুলিশ বিভাগে রক্ষিত নথিপত্র ও প্রতিবেদন সম্পর্কে ধারণা; আদালতে প্রমাণ বা স্বাক্ষ্য হিসেবে পুলিশ বিভাগের নীতিমালা, চর্চা ও উদ্দেশ্য; এবং পুলিশ বিভাগের পদ্ধতি ও স্বাক্ষ্য অন্যতম। সাধারণতঃ উভয়ক্ষেত্রেই পুলিশ কর্মকতা এবং গোয়েন্দাকে প্রশ্নমূলক দৃষ্টিভঙ্গী নিয়ে অগ্রসর হতে হয়। কিন্তু গোয়েন্দাকে আরো বেশী প্রতিকূল পরিবেশের মুখোমুখি ও মোকাবেলা করে জিজ্ঞাসাবাদ করতে হয়।
বেসরকারী পর্যায়ে গোয়েন্দাকে সংশ্লিষ্ট রাষ্ট্রের নির্দিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধনের মাধ্যমে অনুমোদন দেয়া হয়। কিন্তু এর জন্যে তাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অপরাধীর অতীত ইতিহাস সম্পর্কেও সম্যক অবগত হতে হয়। কয়েকটি রাজ্যে শ্রেণীকক্ষে প্রশিক্ষণ, সঠিকভাবে ও দক্ষতার সাথে অস্ত্র পরিচালনাসহ অভিজ্ঞতার প্রয়োজনকে গুরুত্ব প্রদান করে।

সংস্থা

প্রশিক্ষিত গোয়েন্দাদেরকে একত্রিত করে গঠিত 'গোয়েন্দা শাখা' আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে সামরিক বাহিনী কিংবা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। অভ্যন্তরীণ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় এ শাখার ভূমিকা অপরিসীম। আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য দল কিংবা বিভাগের তুলনায় সবচেয়ে বড় ও মর্যাদাসম্পন্ন শাখা হিসেবে বিবেচিত হয়ে থাকে গোয়েন্দা শাখাকে।
লুক্কায়িত, অমিমাংসিত বা গোপনীয় অপরাধের গুরুত্ব অনুসারে গোয়েন্দা শাখাকে বিশেষায়িত করে অনেকগুলো স্তরে বিভাজন করা হয়। সেগুলো হলো - নরহত্যা; দস্যুতা বা ডাকাতি; সংগঠিত অপরাধ; নিখোঁজ; প্রতারণা; মাদকদ্রব্য; যৌন হয়রানী; কম্পিউটার অপরাধ; অভ্যন্তরীণ সহিংসতা; নজরদারী, অস্ত্র, জঙ্গি ইত্যাদি।

গোয়েন্দা সংস্থাগুলোর তালিকা

·         Secretaría de Inteligencia (SI) (Secretariat of Intelligence) (former SIDE)
·         Escuela Nacional de Inteligencia (ENI) (National Intelligence School)
·         Dirección de Observaciones Judiciales (DOJ) (Directorate of Judicial Surveillance)
·         Servicio Federal de Lucha contra el Narcotráfico (SEFECONAR) (Federal Counternarcotics Service)
·         Sistema de Inteligencia Nacional (SIN) (National Intelligence System)
·         Dirección Nacional de Inteligencia Criminal (DNIC) (National Directorate of Criminal Intelligence)
·         Dirección Nacional de Inteligencia Estratégica Militar (DNIEM) (National Directorate of Strategic Military Intelligence)
·         Inteligencia del Servicio Penitenciario Federal (Federal Penitentiary Service Intelligence)
·         Inteligencia de la Policía Federal Argentina (Argentine Federal Police Intelligence)
·         Inteligencia de la Policía Bonaerense (SIPBA) (Buenos Aires Police Intelligence)
·         Inteligencia de la Gendarmería Nacional Argentina (SIGN) (Argentine National Gendarmerie Intelligence)
·         Inteligencia de la Prefectura Naval Argentina (SIPN) (Argentine Naval Prefecture Intelligence)
·         Inteligencia de la Policía de Seguridad Aeroportuaria (Airport Security Police Intelligence)
·         Unidad de Inteligencia Financiera (UIF) (Financial Intelligence Unit)
·         Jefatura de Inteligencia del Estado Mayor Conjunto de las Fuerzas Armadas (J-2) (Intelligence Department of the Joint General Staff of the Armed Forces)
·         Central de Reunión de Inteligencia Militar (CRIM) (Military Intelligence Collection Center)
·         Servicio de Inteligencia del Ejército (SIE) (Army Intelligence Service)
·         Servicio de Inteligencia Naval (SIN) (Naval Intelligence Service)
·         Servicio de Inteligencia de la Fuerza Aérea (SIFA) (Air Force Intelligence Service)
·         Security and Intelligence Branch (SIB)
·         Defence Force Intelligence Branch (DFIB)
·         Financial Intelligence Unit (FIU)
·         Office of Air Intelligence
·         Criminal Investigation Department (CID)
·         Rifles Security Unit (RSU)
·         Detective Branch-DB
·         Financial Intelligence Unit (FIU)
·         Staatsveiligheid / Sûreté de l'État (SV/SE) (State Security Service)
·         Algemene Dienst Inlichting en Veiligheid / Service Général du Renseignement et de la Sécurité (ADIV/SGRS) (General Information and Security Service)
·         Dectorate of Intelligence Security (DIS)
·         Obavještajno Sigurnosna Agencija (OSA)
·         Državna Agencija za Istrage i Zaštitu (State Investigation and Protection Agency, SIPA)
·         Internal Security Department (Domestic)
·         Brunei Research Department (International)
·         Nacionalna razuznavatelna sluzhba (NRS) (National Intelligence Service) - overseas intelligence gathering service under presidential supervision
·         Nacionalna sluzhba sigurnost (NSS) - national counter-intelligence service under Ministry of Interior supervision
·         Komitet za darzhavna sigurnost (KDS) (Committee for State Security) - former regime's counter-intelligence service
·         Canadian Security Intelligence Service (CSIS)
·         Communications Security Establishment (CSE)
·         Canadian Forces Intelligence Branch (DND)
·         Criminal Intelligence Service Canada (CISC)
·         Royal Canadian Mounted Police (RCMP)
·         Canada Border Services Agency (CBSA)
·         Departamento Administrativo de Seguridad (DAS) (Administrative Department of Security)
·         Agencia Central de Intelligencia (ACI) (Central Intelligence Agency (of Colombia)
·         Direccion de Inteligencia y Seguridad Nacional (DIS) (Intelligence and National Security Department)
·         Sigurnosno-obavještajna agencija (SOA) (Security and Intelligence Agency)
·         Vojna sigurnosno-obavještajna agencija (VSOA) (Military Security and Intelligence Agency)
·         Dirección General de Inteligencia (DGI) (General Directorate of Intelligence)
·         Ministry of State Security (MSS)
·         Ministry of Interior
·         Agencia Nacional de Inteligencia (ANI) (National Intelligence Agency)
·         Dirección de Inteligencia de Carabineros (DIPOLCAR) (Carabineros Intelligence Departament)
·         Jefatura de Inteligencia Policial of the Policía de Investigaciones de Chile (Police Intelligence Department)
·         Ministry of National Defense
·         Dirección de Inteligencia de la Defensa (DID) (Defense Intelligence Departament)
·         Dirección de Inteligencia del Ejército (DINE) (Army Intelligence Departament)
·         Dirección de Inteligencia de la Fuerza Aérea (DIFA) (Air Force Intelligence Departament)
·         Direccion de Inteligencia de la Armada (Navy Intelligence Departament)
·         Security Information Service (BIS)
·         Úřad pro zahraniční styky a informace (UZSI) (Office for Foreign Relations and Information)
·         Vojenské zpravodajství (Military Intelligence)
·         Politiets Efterretningstjeneste (PET) (Danish Security and Intelligence Service)
·         Forsvarets Efterretningstjeneste (FE) (Danish Defence Intelligence Service)
·         Direccion Nacional de Inteligencia (DNI) (National Directorate of Intelligence)
·         Consejo de Seguridad Nacional (COSENA)
·         Dirección Nacional de Inteligencia (DNI)
·         Sección de Inteligencia
·         Escuela de Inteligencia Militar (Esin)
·         Arma de Inteligencia Militar
·         Al-Mukhabarat al-'Ammah (Egyptian General Intelligence Directorate)
·         Mukhabarat el-Harbeya (Military Intelligence)
·         Mabahith Amn al-Dawla al-'Ulya (State Security Investigation Bureau )
·         Kaitsepolitseiamet (KAPO) (Security Police Board)
·         Riigi Teabeamet (Intelligence Service)
·         Beherawi Mereja na Deheninet Derijit(Hizib Dehininet) (National Intelligence and Security Service)
·         Fiji Intelligence Services
·         Suojelupoliisi (Supo) (Security Police, literally "Protection Police")
·         Viestikoelaitos (VKoeL) (Finnish Intelligence Research Establishment, the signals intelligence agency of the Finnish Army, literally "Signals Test Facility")
·         Puolustusvoimien Tiedustelukeskus (PVTK) (Defence Intelligence Center)
·         Direction Générale de la Sécurité Extérieure (DGSE) (General Directorate of External Security)
·         Direction Centrale du Renseignement Intérieur (DCRI) (Central Directorate of Interior Intelligence)
·         Direction du Renseignement Militaire (DRM) (Directorate of Military Intelligence)
·         Direction de la Protection et de la Sécurité de la Défense (DPSD) (Directorate of Protection and Defense Security)
জর্জিয়া (রাষ্ট্র)
·         Verfassungsschutz (Protection of the Constitution)
·         Bundesamt für Verfassungsschutz (BFV) (Federal Office for the Protection of the Constitution)
·         Landesämter für Verfassungsschutz (LFV) (State Offices for the Protection of the Constitution)
·         Bundesnachrichtendienst (BND) (Federal Intelligence Service)
·         Militärischer Abschirmdienst (MAD) (Military Protective Service)
·         Ethniki Ypiresia Pliroforion (NIS) (Hellenic National Intelligence Service)
·         National Security Council (Centre of National Security )
·         Bureau of National Investigations (BNI) (Internal Intelligence Agency )
·         Research Department, Ministry of Foreign Affairs (External Intelligence Agency )
·         Criminal Investigations Department (CID) (Ghana Police )
·         Military Intelligence (MI) (Ghana Armed Forces )
·         Criminal Intelligence Bureau (CIB) of the Hong Kong Police Force
·         Joint Financial Intelligence Unit (JFIU) of the Hong Kong Police Force and the Customs and Excise Department
·         Információs Hivatal (IH) (Information Office)
·         Katonai Biztonsági Hivatal (KBH) (Military Security Office)
·         Katonai Felderítő Hivatal (KFH) (Military Reconnaissance Office)
·         Nemzetbiztonsági Hivatal (NBH) (National Security Office)
·         Nemzetbiztonsági Szakszolgálat (NBSZ) (National Security Special Service)
·         Greiningardeild Ríkislögreglustjóra (GRLS) (National Security Agency) (formerly Eftirgrennslanadeild Lögreglunnar and Útlendingaeftirlitið)
·         Greiningardeild Varnarmálastofnunar Íslands (GVMSÍ) (Military Intelligence Service) (formerly: Icelandic Intelligence Service (IIS))
·         Skattrannsóknarstjóri Ríkisins (National Tax Investigation Police)
·         Internal Security
·         Intelligence Bureau
·         Joint Intelligence Committee
·         All India Radio Monitoring Service
·         External Intelligence
·         Research and Analysis Wing-RAW
·         Aviation Research Centre
·         Radio Research Center
·         Defence Intelligence
·         Defence Intelligence Agency
·         Directorate of Naval Intelligence
·         Directorate of Air Intelligence
·         Image Processing and Analysis Centre
·         Directorate of Signals Intelligence
·         Joint Cipher Bureau
·         Economic Intelligence
·         Narcotics Control Bureau
·         Central Economic Intelligence Bureau
·         Directorate of Economic Enforcement
·         Directorate of Anti-Evasion
·         Badan Intelijen Negara (BIN)
·         Badan Intelijen Strategis (BAIS)
·         Ministry Of Intelligence (MOIS)
·         General Security Directorate (Iraq) (GSD)
·         Iraqi National Intelligence Service (INIS)
·         G2 (Military Intelligence)
·         Special Detective Unit (formerly Special Branch) of the Garda Síochána
·         National Surveillance Unit (NSU) of the Garda Síochána
·         ha-Mossad le-Modiin u-le-Tafkidim Myukhadim (Mossad) (Institute for Intelligence and Special Operations)
·         Sherut ha-Bitakhon ha-Klali (Shabak or Shin Bet) (General Security Service)
·         Agaf ha-Modi'in (Aman) (Military Intelligence)
·         Agenzia Informazioni e Sicurezza Interna (AISI): "Agency for Internal Information and Security" (domestic intelligence agency).
·         Agenzia Informazioni e Sicurezza Esterna (AISE): "Agency for External Information and Security" (external intelligence agency).
·         Dipartimento delle Informazioni per la Sicurezza (DIS): "Department of Information for Security" (classified data management, personnel training for both AISI and AISE).
·         Comitato Interministeriale per la Sicurezza della Repubblica (CISR): "Inter-ministerial Committee for the Security of the Republic" (a joint intelligenge superivision committee).
·         Cabinet Secretariat
·         Cabinet Intelligence and Research Office (Naikaku Joho Chosasitu)
·         Cabinet Satellite Intelligence Center (CSICE)
·         Ministry of Defense
·         Bureau of Defense Policy
·         Defense Intelligence Division (DID)
·         Defense Intelligence Headquarters (DIH)
·         Military Intelligence Command (JGSDF)
·         Fleet Intelligence Command (JMSDF)
·         Air Intelligence Wing (JASDF)
·         National Police Agency
·         Security Bureau (SB)
·         Ministry of Foreign Affairs
·         Intelligence and Analysis Service (IAS)
·         Ministry of Justice
·         Public Security Intelligence Agency (PSIA)
·         National Intelligence Service (NIS)
·         Satversmes aizsardzības birojs (SAB) (Bureau of Constitutional Defense)
·         Jamahiriya el-Mukhabarat
·         Valstybes Saugumo Departamentas (Apie VSD) (State Security Department)
·         Antrasis operatyvinių tarnybų departamentas (AOTD) prie Krašto apsaugos ministerijos (Apie AOTD) (Second Investigation Department under Ministry of National Defence)
·         Service de Renseignement de l'Etat (State Intelligence Service)
·         Agencija za razuznavanje (Intelligence Agency) IA
·         Royal Intelligence Corps, an intelligence agency
·         Maldives Police Service (Internal Intelligence Department)
·         Centro de Investigación y Seguridad Nacional (CISEN) (National Security and Investigation Center)
·         Agencia Federal de Investigacion (AFI) (Federal Investigation Agency)
·         Serviciul de Informaţii şi Securitate al Republicii Moldova (SIS) (Information and Security Service of the Republic of Moldova)
·         General Intelligence Agency of Mongolia (GIA)
·         National Security Agency (ANB)
·         Direction de la Surveillance du Territoire (DST) (Directorate of Territorial Surveillance)
·         Direction Generale pour l'Etude et la Documentation (DGED) (Directorate of Research and Documentation)
·         Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) (General Intelligence and Security Service)
·         Militaire Inlichtingen- en Veiligheidsdienst (MIVD) (Military Intelligence and Security Service)
·         Fiscale Inlichtingen- en Opsporingsdienst-Economische Controledienst (FIOD-ECD) (Fiscal Intelligence and Investigation Service-Financial Control Service)
·         Criminele Inlichtingen Eenheid (CIE) (Police Criminal Intelligence Unit)
·         Nationale Signals Intelligence Organisatie (NSO) (National Signals Intelligence Organization)
·         Sociale Inlichtingen- en Opsporingsdienst (SIOD) (Social Intelligence and Investigation Service), used for investigations in the social security system
·         Security Intelligence Service
·         State Security Service (SSS)
·         National Intelligence Agency (NIA)
·         Nasjonal sikkerhetsmyndighet (NSM) (National Security Authority)
·         Politiets sikkerhetstjeneste (PST) (Police Security Service), formerly Politiets overvåkningstjeneste (POT) (Police Surveillance Agency)
·         Etterretningstjenesten (NIS) (Norwegian Intelligence Service)
·         Forsvarets sikkerhetstjeneste(FOST) - Norwegian Defence Security Service (NORDSS)
·         Inter-Services Intelligence (ISI)
·         Intelligence Bureau (IB)
·         Military Intelligence (MI)
·         Naval Intelligence (NI)
·         Federal Investigation Agency (FIA)
·         Special Branch (SB)
·         Consejo de Seguridad Pública y Defensa Nacional (CSPDN) (security,defense and intelligence main government entity)
·         Direccion Nacional de Informacion Policial (DNIP) (National Police intelligence)
·         Policia Tecnica Judicial de Panama (PTJP)
·         Direccion de Investigacion Judicial (DIJ)
·         Servicio de Inteligencia Nacional (SIN) (National Intelligence Service)
·         Police Intelligence Unit, Philippine National Police
·         Military Intelligence Group
·         National Intelligence Coordinating Agency (NICA)
·         National Bureau of Investigation (NBI)
·         Naval Intelligence and Security Force (NISF)
·         Counter-Intelligence Group (CIG)
·         Special Staff Directorate
·         Philippine Drug Enforcement Agency (PDEA)
·         Agencja Wywiadu (AW) (Foreign Intelligence Agency)
·         Agencja Bezpieczeństwa Wewnętrznego (ABW) (Internal Security Agency)
·         Służba Wywiadu Wojskowego (SWW) (Military Intelligence Service)
·         Służba Kontrwywiadu Wojskowego (SKW) (Military Counter-intelligence Service)
·         Centralne Biuro Antykorupcyjne (CBA) (Central Anticorruption Bureau)
·         Sistema de Informações da República Portuguesa (SIRP) (Intelligence System of the Portuguese Republic)
·         Serviço de Informações de Segurança (SIS) (Security Intelligence Service)
·         SRI (Romanian Intelligence Service)
·         SIE (External Intelligence Service)
·         SPP (Protection and Security Service)
·         STS (Special Telecommunications Service)
·         DGIA (Directorate General of Defence Intelligence)
·         Direcţia de Informaţii Militare - DIM (Directorate of Military Intelligence)
·         Direcţia de Siguranţă Militară - DSM / J2 (Directorate of Military Security)
·         DGIPI (Directorate General of Information and Internal Protection - Ministry of the Interior)
·         Federalnaya Sluzhba Bezopasnosti (FSB) (Federal Security Service, is active within the country and deals with national security and counter-espionage)
·         Federalnaya Sluzhba Okhrany (FSO) (Federal Bodyguard Service - corps of bodyguards for government officials; responsible for their personal security)
·         Federalnoye Agentstvo Pravitelstvennoy Svyazi i Informatsiyi (FAPSI) (Federal Agency of Government Communications and Information - dissolved)
·         Glavnoye Razvedyvatelnoye Upravlenie (GRU) Genshtaba (Main Intelligence Directorate of General Staff - external military intelligence service, subordinate to the Army)
·         Sluzhba Vneshney Razvedki (SVR) (Foreign Intelligence Service - external non-military intelligence service, subordinate to President alone)
·         Al Mukhabarat Al A'amah (General Intelligence Directorate)
·         Civilian agency
·         Bezbednosno Informativna Agencija (BIA) Security Information Agency (under Government and Parliamentary control)
·         Služba za istraživanje i dokumentaciju (SID) Service for inquiry and documentation (Ministry of Foreign Afaires)
·         Military agency
·         Vojno-bezbednosna agencija (VBA) Military security agency (Ministry of Defence), successor of Kontraobaveštajna služba, KOS (Counter-intelligence service)
·         Vojno-obaveštajna agencija (VOA) Military intelligence agency (Ministry of Defence)
·         Uprava za izvidjačko-obaveštajne poslove (J-2) Reconnaissance and intelligence department (General staffs HQ)
·         Internal Security Department (ISD)
·         Security and Intelligence Division (SID)
·         Vojenské spravodajstvo (Military Intelligence)
·         Vojenská spravodajská služba (VSS) (Military Intelligence Service)
·         Vojenské obranné spravodajstvo (VOS) (Military Defence Service)
·         Slovenska Obveščevalno-Varnostna Agencija (SOVA) (Slovenian Intelligence and Security Agency)
·         National Intelligence Agency (NIA)
·         South African Secret Service (SASS)
·         National Security Service (NSS)
·         Centro Nacional de Inteligencia (CNI) (National Intelligence Centre)
·         Cuerpo Nacional de Policia (CNP)
·         Brigada de Investigación Tecnológica (BIT)
·         Comisaría General de la Información (CGI)
·         Civil Guard (Servicio de información de la Guardia Civil)
·         Spanish Army (Centro de Inteligencia de las Fuerzas Armadas)
·         Centro Nacional de Coordinación Antiterrorista (CNCA) (National Coordination Centre for Counter-Terrorism)
·         Customs Service (Servicio de Vigilancia Aduanera)
·         Civil
·         State Intelligence Service (SIS)
·         Military
·         Jihaaz Al Amn Al Watani Wal Mukhaabaraat (National Security and Intelligence Service)
·         Militära underrättelse- och säkerhetstjänsten (MUST) (Military Intelligence and Security Directorate)
·         Säkerhetspolisen (SÄPO) (Security Service)
·         Kontoret för särskild inhämtning (KSI) (Office for Special Acquisition)
·         Försvarets Radioanstalt (FRA) (Defence Radio Establishment)
·         Underrättelsekontoret (UNDK) (Intelligence Office)
·         Säkerhetskontoret (SÄKK) (Security Office)
·         Strategischer Nachrichtendienst (SND) (Strategic Intelligence Service)
·         Dienst für Analyse und Prävention (DAP) (Analysis and Prevention Service)
·         Militärischer Nachrichtendienst (MND) (Military Intelligence Service)
·         Luftwaffennachrichtendienst (LWND) (Air Force Intelligence Service)
·         General Security Directorate
·         Political Security Directorate
·         Military Intelligence Service
·         General Strategy
·         National Security Bureau, National Security Council
·         Civil
·         Ministry of Justice Investigation Bureau (MJIB)
·         National Police Agency, Ministry of Interior
·         Semi-military
·         Coast Guard Administration
·         Military
·         All Service Units
·         Military Intelligence Bureau, General Staff Headquarters, Ministry of National Defense
·         Military Security General Corps, General Staff Headquarters, Ministry of National Defense
·         Political Warfare General Bureau, Ministry of National Defense
·         Single Branch Units
·         Staff Department of Intelligence (S2), Army Command
·         Staff Department of Intelligence (S2), Navy Command
·         Staff Department of Intelligence (S2), Air Force Command
·         Sahmnakkhaogrong-hangshaat (NIA) (National Intelligence Agency)
·         Armed Forces Security Center
·         Internal Security Operations Command (ISOC)
·         Crime Suppression Division (CSD)
·         Milli İstihbarat Teşkilatı (MİT) (National Intelligence Organization)
·         Jandarma İstihbarat ve Terörle Mücadele (JİTEM) (Gendarmerie Intelligence and Counter-Terrorism Bureau)
·         Emniyet Genel Müdürlüğü İstihbarat Daire Başkanlığı (Police Intelligence Bureau)
·         Genelkurmay İstihbarat Daire Başkanlığı (Joint Chief of Staff Intelligence Bureau)
·         Kara Kuvvetleri Komutanlığı İstihbarat Başkanlığı (Army Intelligence Bureau)
·         Deniz Kuvvetleri Komutanlığı İstihbarat Başkanlığı (Naval Intelligence Bureau)
·         Hava Kuvvetleri Komutanlığı İstihbarat Başkanlığı (Air Force Intelligence Bureau)
·         Committee for National Security (KNB)
·         Central Intelligence Directorate – Holovne Upravlinnya Rozvidky (HUR)
·         Foreign Intelligence Service of Ukraine – Sluzhba Zovnishnioyi Rozvidky Ukrayiny (SZR or SZRU)
·         National Bureau of Investigation (NBI)
·         Security Service of Ukraine – Sluzhba Bezpeky Ukrayiny (SBU)
·         Tasking and strategic direction
·         Joint Intelligence Committee (JIC)
·         National Agencies
·         সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস বা এমআই৬)
·         Security Service (colloquially MI5)
·         Government Communications Headquarters (GCHQ)
·         JARIC (National Imagery Exploitation Centre) (formerly MI4)
·         Special Branch - Each police force has their own Special Branch
·         Military all source analysis and direction
·         Defence Intelligence Staff (DIS)
·         Independent Agencies
·         আর্মি সিআইডি (সিআইডি)
·         Military Intelligence [৩]
·         Defense Intelligence Agency (DIA)
·         National Security Agency (NSA)
·         Naval Criminal Investigative Service (NCIS)
·         Office of Naval Intelligence (ONI)
·         United States Secret Service
·         Coast Guard Intelligence [৫]

পরিচয়

একজন ব্যক্তি যখন গোয়েন্দা হিসেবে কর্মরত থাকেন তখন তিনি একটি আইডেন্টি কার্ড সঙ্গে রাখেন। প্রয়োজনে কেউ তার কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্নবিদ্ধ করলে নিজ পরিচয় প্রদান করেন। সাধারণতঃ গোয়েন্দা বা ডিটেকটিভ পদবীধারী ব্যক্তির নামের পূর্বে ডিটেকটিভ লেখা থাকে যা সংক্ষেপে 'ডিট (Det), নামে পরিচিতি পায়।

কার্যধারা

মাঠ পর্যায়ে

গোয়েন্দা কার্য পরিচালনার জন্য একজন গোয়েন্দাকে বিভিন্ন ধরণের ব্যাপক ও বিস্তৃত চিন্তাধারার অধিকারী হতে হয়। নিত্য-নতুন কলা-কৌশল, ছলনার আশ্রয় গ্রহণ করতে হয় তাকে। এছাড়াও, অধিকাংশ মামলা কার্য সম্পূর্ণকরণের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর তদন্তকার্য ও প্রত্যক্ষদর্শী বা স্বাক্ষীদের উপযুক্ত স্বাক্ষ্য-প্রমাণাদির উপর নির্ভর করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তদন্তকার্য পরিচালনার পাশাপাশি যদি গোয়েন্দা কার্যক্রমে চরদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সম্পৃক্ত করা হয়, তাহলে অতি দ্রুত মামলার নিষ্পত্তি করা সম্ভবপর। চরগণ ব্যক্তির সাথে নিরবিচ্ছিন্ন কিংবা মাঝে মাঝে যোগাযোগ রক্ষা করে থাকেন। গোয়েন্দারা পরবর্তীতে চরদের কাছ তাঁদের মধ্যকার কথাবার্তা থেকে এ সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে জানেন ও তথ্য সংগ্রহ করেন; কিন্তু তিনি তা কোথাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন না। পরবর্তীতে গোয়েন্দারা পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ এবং তথ্য সংরক্ষণের উপরই সম্ভাব্য ব্যক্তি বা ইপ্সিত বস্তুর অবস্থান নিশ্চিত করেন।
ফৌজদারী তদন্তের কার্যকলাপগুলো খতিয়ে দেখতে বা তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে পুলিশ। ফৌজদারী তদন্তে দ্রুতবেগে গাড়ী চালানো, মাতলামী করে গাড়ী চালানো, চৌর্য্যবৃত্তি, হত্যাকাণ্ড, জালিয়াতি, প্রতারণা ইত্যাদি বিষয়াবলী অন্তর্ভুক্ত। যখন পুলিশ তদন্ত কার্যের সমাপণী ঘোষণা করেন, তখন তারা কারো বিরুদ্ধে অভিযোগ আনেন।
কোন কারণে ফৌজদারী তদন্তে একজন গোয়েন্দার মনে যদি সন্দেহজনক কোন কিছুর উদ্রেক হয়, তাহলে তিনি স্বাক্ষ্য-প্রমাণাদি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। এর মাধ্যমেই তিনি আদালতের সম্মুখে পর্যাপ্ত স্বাক্ষ্য-প্রমাণাদি উপস্থাপন করেন।

অতীত ইতিহাস

অনেক ক্ষেত্রে গোয়েন্দারা সরকারী এবং ব্যক্তিগত নথিপত্র ঘেঁটে অপরাধ বা রহস্য সম্পর্কীয় বিষয়কে পটভূমিকায় নিয়ে ও তথ্য সংযোগ করে অগ্রসর হন। পুলিশ বাহিনীর গোয়েন্দারা শুধুমাত্র নথিপত্র কিংবা ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাঁপের সাহায্যে অনুসন্ধান কার্যক্রম শুরু করে থাকেন। পুলিশ কর্তৃপক্ষ গুরুতর অপরাধী থেকে শুরু করে সামান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জন্যেও 'ব্যক্তিগত নথি' খুলে রক্ষণাবেক্ষন করে থাকেন। এরফলে, গোয়েন্দারা অপরাধীর গ্রেফতার হওয়া সংক্রান্ত বিবরণ, ব্যক্তিগত তথ্যাবলী, ছবি ইত্যাদির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির গতিবিধি অনুসন্ধানসহ নজরদারী করতে পারেন। এছাড়াও, অপরাধী যদি মোটর সাইকেলের মালিক হন, তাহলে ড্রাইভিং লাইসেন্সের তথ্যাবলীও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ওয়ারেন্ট সাথে নিয়ে পুলিশের গোয়েন্দারা ক্রেডিট কার্ডের রেকর্ড এবং ব্যাংক বিবৃতির মতো বিষয়গুলোও অনুসন্ধান করে থাকেন। হোটেলের নিবন্ধন তথ্য, ক্রেডিট প্রতিবেদন, আনসার মেশিনের বার্তা এবং ফোনের কথোপকথনও এর অন্তর্ভুক্ত।

অবদান

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে গোয়েন্দা বা গোয়েন্দা দল প্রয়োজনে জীবনবাজী রেখে নিজ রাষ্ট্রের নির্দেশনা ও সহযোগিতায় অন্য দেশে অবস্থান করেন যা আইনের পরিভাষায় 'গোয়েন্দাগিরি' বা 'গুপ্তচরবৃত্তি' নামে পরিচিত।
আধুনিক বিশ্বে গোয়েন্দা তৎপরতার উপরই একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে। কখনো তারা সাফল্য পান ও নিজ রাষ্ট্রে প্রয়োজনীয় তথ্য কিংবা উপকরণ বিভিন্ন মাধ্যমে প্রেরণ দেশের স্বার্থ রক্ষা করে থাকেন। আবার ব্যর্থতায় তাদের জীবনহানী ঘটে কিংবা কারাগারে ঠাঁই হয় বছরের পর বছর ধরে। অনেক সময় গোয়েন্দাগিরির অভিযোগে দু'দেশের মধ্যেকার পারস্পরিক চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হতে দেখা যায়। সৌভাগ্যবশতঃ দেশগুলোর পারস্পরিক বন্দী বিনিময় চুক্তির আওতায় কদাচিৎ কেউ কেউ মুক্তিলাভ করেন। গোয়েন্দাদের দক্ষ করে তুলতে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কিংবা প্রশিক্ষণের জন্য উন্নত দেশে প্রেরণ করা হয়। অপরাধী সনাক্তকরণে তারা বহুবিধ নিত্য-নতুন কৌশল ও পন্থা গ্রহণ করেন।

No comments:

Post a Comment

বেআইনীভাবে চলছে সিকিউরিটি কোম্পানিগুলো-দেখার কেউ নেই। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 বেআইনীভাবে চলছে সিকিউরিটি কোম্পানিগুলো-দেখার কেউ নেই বাংলাদেশে ট্রেড লাইসেন্সধারী সিকিউরিটি কোম্পানির সংখ্যা প্রায় ১০ হা...