Posts

Showing posts from March, 2021

কন্ট্রোল রুম সুপারভাইজারের দায়িত্ব ও কর্তব্য

Image
  কন্ট্রোল রুম সুপারভাইজারের দায়িত্ব ও কর্তব্য   বিগত ২৯ অক্টোবর ২০২০ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত, বাংলাদেশে সর্বশেষ শ্রমশক্তি জরিপ হয়েছে ২০১৭ সালে। সেই জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম জনগোষ্ঠী ৬ কোটি ৩৫ লাখ। আর তাদের মধ্যে কাজ করেন ৬ কোটি ৮ লাখ নারী-পুরুষ। দুই সংখ্যার মধ্যে বিয়োগ দিলেই পাওয়া যায় বেকারের সংখ্যা। আর সেটি হলো ২৭ লাখ। আর শতাংশ হিসাবে বাংলাদেশে বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ। যতই অবিশ্বাস্য লাগুক, বেকারত্বের হারের এই পরিসংখ্যানই ব্যবহার করে যেতে হবে। অথচ কোভিড-১৯ – এর কারণে অর্থনীতি বিপর্যস্ত। গত মার্চের শেষ দিক থেকে সাধারণ ছুটি ঘোষণার পর অর্থনীতি কার্যত অচল হয়ে গেলে বহু মানুষ কাজ হারান। অর্থনীতি আবার সচল হলেও অনেকেই কাজ ফিরে পাননি। তারপরেও সরকারি হিসাবে বেকারের সংখ্যা ২৭ লাখই থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আবার যখন শ্রমশক্তি জরিপ করবে, তখনই জানা যাবে নতুন তথ্য। সরকারি হিসেব যাই বলুক না কেনো বাস্তবে বেকারের সংখ্যা অনেক অনেকগুণ বেশী। প্রতি বছর বেকারের সংখ্যা দাঁড়ায় প্রায় ৬ লক্ষ। সেই অনুপাতে সরকারি চাকরি তো হয়ই না বর্তমানে কোম্পানিগুলোতেও চাকরি মিলে না।