Posts

Showing posts from February, 2020

দালাল বা মিডিয়া সিকিউরিটি কোম্পানিগুলো থেকে সাবধান

  দালাল বা মিডিয়া সিকিউরিটি কোম্পানিগুলো থেকে সাবধান   Securex (Pvt.) Ltd.কে বাংলাদেশের সিকিউরিটির জনক বলা হয়। এই কোম্পানিটির পদাংক অনুসরন করে বর্তমানে বাংলাদেশে সিকিউরিটি কোম্পানির সংখ্যা প্রায় ৫০০০টি।  প্রতিদিনই ২/৩টি করে এসব কোম্পানির লাইসেন্স বের হচ্ছে। শুধু মাত্র একটা ট্রেড লাইসেন্স হলেই এই ব্যবসা করা যায়। সরকারি কোনো নিয়ম নীতি তেমন একটা মেনে চলতে হয় না বা মেনে চলে না। কোম্পানি আইন, শ্রম আইন, বেসরকারি নিরাপত্তা সেবা আইন কী এসব কোম্পানির মালিকগণ জানেন না। দিন দিন গার্ডের চাহিদা আর কোম্পানির স্যংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং এসব কোম্পানি কিভাবে চলবে তার আলাদা কোনো আইন না থাকায় সরকার ২০০৬ সালে বেসরকারি নিরাপত্তা সেবা আইন এবং ২০০৭ সালে বেসরকারি নিরাপত্তা সেবা বিধিমালা তৈরী করে। কিন্তু এই আইন সম্পর্কে ৯৯% কোম্পানির মালিকই জানেন না এবং এ সংক্রন্ত কোনো বই কারো নিকট নেই। সম্প্রতি দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রতিটি শহরাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে সিকিউরিটি গার্ড সার্ভিস কোম্পানি। নতুন নতুন এইসব কোম্পানিগুলোর নিজস্ব কোনো পোস্ট নেই। অথচ এরাই ফেসবুক, টুইটার, লিংকডইনসহ পুরো ডিজিটাল মার্ক