Posts

Showing posts from April, 2019

HEALTH & SAFETY AND TRAFFIC LAW & ROAD SAFETY (একটি প্রশিক্ষণ সহায়িকা)

HEALTH & SAFETY কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা CHIEF TRAINING OFFICER: MD. IZABUL ALAM শিক্ষণ ফলাফলঃ ১। কর্মক্ষেত্রে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সে সম্পর্কে অবগত হতে পারবেন। ২। কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার জন্য কী কী সরঞ্জামাদি ব্যবহার করতে হবে তা জানতে পারবেন। ৩। নিরাপত্তা সম্পর্কে নিরাপত্তা প্রহরী/সুপারভাইজার/শ্রমিক ও ক্লায়েন্ট/মালিকসহ সকল পক্ষের দায়-দায়িত্ব জানতে পারবেন। ৪। জরুরী অবস্থা, দুর্ঘটনা, ভাল হাউজকিপিং, প্রাথমিক চিকিৎসা, নিরাপত্তা চিহ্ন ও এর ব্যবহার এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদির প্রতীক, সরঞ্জামাদি ও এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। ৫। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নীতি সম্পর্কে জানতে পারবেন। ৬। ট্রাফিক আইন ও রোড সেফটি সম্পর্কে জানতে পারবেন। স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিধান, ভূমিকা ও দায়িত্বঃ যে কোন নির্মাণ কাজ ও নির্মাণ সংশ্লিষ্ট যে কোন কাজের ক্ষেত্রে দূর্ঘটনার সম্ভাবনা থাকে, কাজেই এই ধরনের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অত্যামত্ম গুরুত্বপূর্ণ। যদি আপনি সতর্ক না হন তবে দূর্ঘটনা ঘটতে পারে অথবা