Posts

Showing posts from September, 2022

অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ গাইড (FIRE SAFETY TRAINING GUIDE)

Image
অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ গাইড (FIRE SAFETY TRAINING GUIDE) অগ্নি ও অগ্নি নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার (অগ্নি সম্পর্কে সচেতন হলে কখনই আগুন লাগবে না) ভুমিকাঃ অগ্নি যে কোন ধরনের স্থাপনা বা বাসা-বাড়ি, অফিস-আদালত কিংবা যেকোনো ধরনের প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরুপ। এর কারনে সম্পত্তি এবং মানব জীবনের প্রচুর ক্ষতি সাধন হয়। অগ্নির আরেক নাম সর্বভুক। তাই এর হাত থেকে রক্ষা পেতে প্রত্যেকের আলাদাভাবে অগ্নি প্রতিরোধ এবং অগ্নি নিয়ন্ত্রনের উপর পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। প্রত্যেকের উচিত অগ্নি সম্পর্কে জানা এবং অগ্নির উপর প্রশিক্ষন প্রাপ্ত হওয়া, যাতে অগ্নি লাগলে কোন রকম দুশ্চিন্তা ছাড়াই প্রত্যেকে অগ্নি নির্বাপন উপকরনসমুহ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রন করতে পারে। গতানুগতিক পদ্ধতিতে অগ্নি নির্বাপনের উপর যে প্রশিক্ষণ দেয়া হয়, তা বর্তমান যুগের বিভিন্ন পরিস্থিতির কারনে পর্যাপ্ত নয়। তাছাড়া বাংলাদেশে আধুনিক প্রযুক্তি সংবলিত অগ্নি নির্বাপন যন্ত্র ও প্রশিক্ষণ উপকরণ এর সরবরাহ পর্যাপ্ত নেই। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে অগ্নি প্রশিক্ষণের মূল কথা হচ্ছে, অগ্নি সম্পর্কে সচেতন হওয়া। কারণ আগুন