Posts

Showing posts from June, 2023

পেট্রোলিং ডিউটি ট্রেনিং মডিউল

Image
  পেট্রোলিং ডিউটি ট্রেনিং মডিউল নিরাপত্তামূলক কাজে নিয়োজিত Security Guard বা নিরাপত্তা কর্মীর উপর অর্পিত দায়িত্ব পালনে পেট্রোলিং ডিউটি বা টহল ভূমিকাঃ পেট্রোলিং বলতে সাধারণত বাংলায় টহলকে বুঝায়। পোস্ট ইনচার্জ বা পোস্ট সুপারভাইজার বা গার্ড তার ডিউটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপূর্ণ এলাকায় পেট্রোলিং বা টহল খুবই জরুরী। কাজেই ডিউটিরত অবস্থায় কিভাবে টহল দিতে হবে তা জানা আমাদের একান্ত প্রয়োজন। নিম্নে আমরা পেট্রোলিং বা টহল ডিউটির বিভিন্ন পর্যায় আলোচনা করবোঃ পেট্রোলিং বা টহল কাকে বলে? পেট্রোলিং হচ্ছে দায়িত্বপূর্ণ এলাকা বা সমগ্র পোস্ট সমন্ধে খবর বা সার্বিক পরিস্থিতি জানার প্রধান একটি কার্যকরী উৎস। পোস্টসমন্ধে সঠিক খবরাখবর না থাকলে পোস্টের জন্য নির্ধারিত অর্পিত দায়-দায়িত্ব অনেক সময় সঠিক ভাবে পালন করা সম্ভব হয় না। অতএব আমরা বলতে পারি যে, নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিবর্গের যথা- গার্ড, পোস্ট সুপারভাইজার বা পোস্ট ইনচার্জ পোস্টে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার মূল উদ্দেশ্যকে সহজতর করতে পোস্টের সমগ্র দায়িত্ব পূর্ণ এলাকায় পর্যায়ক্রমে পায়ে হেঁটে   বা গাড়ীতে করে ঘুরে ঘুরে টহল দান করে ন