Posts

Showing posts from November, 2019

গ্রেফতার ও তল্লাশী সংক্রান্ত ধারা

গ্রেফতার ও তল্লাশী সংক্রান্ত ধারা ফৌজদারী কার্যবিধি গ্রেফতার ও তল্লাশী সম্পর্কিত ধারাগুলোঃ ১. ধারা ৪৬ গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারে বাধা প্রদান ২. ধারা ৪৭ যাহাকে গ্রেফতার করা হইবে, তিনি যেই স্থানে প্রবেশ করিয়াছেন, সেই স্থান তল্লাশি- ৩. ধারা ৪৮ যেইস্থানে প্রবেশ করা যাইতেছে না, সেইখানে প্রবেশের পদ্ধতি, দরজা ভাঙ্গিয়া জানানা মহলে প্রবেশ- ৪. ধারা ৪৯ মুক্তিলাভের জন্য দরজা ও জানালা ভাঙ্গিবার ক্ষমতা ৫. ধারা ৫০ প্রয়োজনে অতিরিক্ত নিয়ন্ত্রণ নিষেধ ৬. ধারা ৫১ আটক ব্যক্তির দেহ তল্লাশি ৭. ধারা ৫৪ যখন পুলিশ পরোয়ানা ব্যতীত গ্রেফতার করিতে পারেন ৮. ধারা ৯৬ কখন তল্লাশি পরোয়ানা দেওয়া যাইতে পারে ৯. ধারা ১০০ বেআইনীভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি ১০. ধারা ১০১ তল্লাশি পরোয়ানার নির্দেশ প্রভৃতি ১১. ধারা ১০২ আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করিতে দিবেন ১২. ধারা ১০৩ সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালাইতে হইবে   ধারা   ৪৬: গ্রেফতারের   পদ্ধতি   এবং   গ্রেফতারে   বাধা   প্রদান  ক) কথা অথবা কার্য দ্বারা হেফাজতে আত্মসমর্পন করা না হইলে পুলিশ অফিসার অথবা গ্রেফতারকারী অপর

সাংবাদিক কিভাবে হওয়া যায়?

সাংবাদিক কিভাবে হওয়া যায়? সাংবাদিকতা  হল বিভিন্ন ঘটনাবলী, বিষয়, ধারণা, ও মানুষ সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন, যা উক্ত দিনের প্রধান  সংবাদ  এবং তা সমাজে প্রভাব বিস্তার করে। এই পেশায় শব্দটি দিয়ে তথ্য সংগ্রহের কৌশল ও সাহিত্যিক উপায় অবলম্বনকে বোঝায়। মুদ্রিত, টেলিভিশন, বেতার, ইন্টারনেট, এবং পূর্বে ব্যবহৃত নিউজরিল সংবাদ মাধ্যমের অন্তর্গত। সাংবাদিকতার যথোপযুক্ত নিয়মের ধারণা ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন রকম হয়ে থাকে। কিছু দেশে, সংবাদ মাধ্যমে সরকারি হস্তক্ষেপে নিয়ন্ত্রিত হয় এবং পুরোপুরি স্বাধীন সত্তা নয়। অন্যান্য দেশে, সংবাদ মাধ্যম সরকার থেকে স্বাধীন কিন্তু লাভ-লোকসান সাংবিধানিক নিরাপত্তার আওতায় থাকে। স্বাধীন ও প্রতিযোগিতামূলক সাংবাদিকতার মাধ্যমে সংগ্রহ করার মুক্ত উৎস থেকে প্রাপ্ত তথ্যে প্রবেশাধিকার জনগণকে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দিতে সাহায্য করে। এক নজরে একজন সাংবাদিক সাধারণ পদবী:  সাংবাদিক বিভাগ:  গণমাধ্যম প্রতিষ্ঠানের ধরন:  সরকারি, বেসরকারি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ধরন:  ফুল-টাইম, পার্ট-টাইম লেভেল:  এন্ট্রি, মিড এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা:  কাজ ও প্র

Security বা নিরাপত্তা বলতে কি বুঝায়? একজন আদর্শ সিকিউরিটি গার্ডের মূল দায়িত্ব কি?

Image
Security বা নিরাপত্তা বলতে কি বুঝায়? একজন আদর্শ সিকিউরিটি গার্ডের মূল দায়িত্ব কি? একজন নিরাপত্তা প্রহরীর দায়িত্বপূর্ণ এলাকায় তথা একটি পোস্টের জান মাল ও তথ্যকে সর্বদা সতর্ক ও জাগ্রত অবস্থায় শত্রুর কবল থেকে সংরক্ষণ করার নামই হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা। নিরাপত্তামূলক কাজে নিয়োজিত ব্যক্তিকে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী বলা হয়। বাংলাদেশ সরকারের আইন শৃংখলারক্ষাকারী বাহিনী যেমন, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন দেশ ও জাতির জান ,মাল ও তথ্যকে যেমন হেফাজত করে তেমনি বিভিন্ন বেসরকারী নিরাপত্তা সেবা সংস্থার নিরাপত্তা কর্মীরাও জান, মাল ও তথ্যের হেফাজত করে থাকে। নিরাপত্তা বাহিনী সরকারি বা বেসরকারি যাই হোক প্রত্যেকের একই উদ্দেশ্য, আর তাহলো ব্যক্তি, বস্তু ও তথ্যের নিরাপত্তা সুনিশ্চিত করা। সুতরাং দায়িত্ব ও কর্তব্য পালনের দিক থেকে একজন সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরীর গুরুত্ব কম নয়। সাম্প্রতিক বিশ্বে বিভিন্ন ইস্যু নিয়ে জঙ্গি হামলার পর থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থা আরো জোড়দার করা হয়েছে। সর্বত